প্রসেনজিৎ ধর :- হুগলির শ্রীরামপুর, উত্তরপাড়া ব্লক সহ কোন্নগর নবগ্রাম আইএনটিটিউসি-র কমিটি ঘোষণা করা হলো| মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আইএনটিটিউসিকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস |এদিন নতুন ভাবে,নতুন রূপে ব্লক ও কোন্নগর নবগ্রামে INTTUC সভাপতি সহ সভাপতি ও কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হলো |
এদিনের অনুষ্ঠানে আইএনটিটিউসি-র ব্লক সভাপতি গৌতম চক্রবর্তী বলেন ব্লকে কোনো কাজ বাকি নেই তাই আমরা কি কাজ করবো সেটা মানুষের কাছে জানতে চাইছি, মানুষ যা কাজ দেবে তাই করবো |এদিন ব্লকের সভাপতি গৌতম চক্রবর্তী আরও বলেন,দলের গাইড লেন মেনে দল যা কাজ দেবে সেটাই করবো |
অন্যদিকে কোন্নগর নবগ্রাম আইএনটিটিউসি সভাপতি পার্থ সরকার বলেন ছোটো ছোটো শিল্প করার জন্য আমরা জায়গা খুঁজে দেবো আমরা চাই মানুষ কাজ করুক | তিনি আরও বলেন,শিল্প হোক, মানুষের হাতে কাজ চাই |পার্থ সরকার আরও বলেন কোন্নগর স্টেশন এলাকায় টোটো উৎপাতের অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা খতিয়ে দেখছি |তিনি সরকার আরও বলেন,বামফ্রন্টের আমলে অনেক শিল্প বন্ধ হয়েছে আমরা নতুন করে আরও শিল্প করার জন্য আহবান জানাচ্ছি |