প্রসেনজিৎ ধর, কলকাতা :- গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে ৩ দিনের ইডি হেফাজতে পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। বৃহস্পতিবার বিকেলে এই নির্দেশ দেন বিচারক। গরু পাচারকাণ্ডে ইডিকে তদন্তে অসহযোগিতার অভিযোগে বুধবার সন্ধ্যায় অনুব্রত মণ্ডলের মেয়েকে গ্রেফতার করেছিল ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে গরুপাচারের কালো টাকা কোথায় কোথায় কী ভাবে বিনিয়োগ করা হয়েছে তা জানতে চান গোয়েন্দারা।বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় অনুব্রত-কন্যাকে। আদালতে তাঁর হেফাজত চেয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তিন দিনের হেফাজতের জন্যই ইডি আবেদন জানিয়েছিল। সেই মতো আবেদন মঞ্জুর করেছে আদালত।গরু পাচারকাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অনুব্রতকেও। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি গত সাড়ে আট মাস ধরে জেলে। বর্তমানে তাঁর ঠিকানা তিহাড়। তাঁর কন্যাও ওই একই মামলায় গ্রেফতার হলেন।দিল্লিতে বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। আদালতে সেই ইচ্ছা প্রকাশ করা হয়েছে। ফলে গরু পাচার মামলায় অনুব্রত এবং সুকন্যাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা তৈরি হয়েছে।সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। বোলপুরে তাঁর মালিকানায় প্রচুর জমিজমা রয়েছে। ব্যাঙ্কে ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে সুকন্যার। এই সম্পত্তি হিসাব বহির্ভূত বলে দাবি ইডির। গরু পাচারকাণ্ডের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ তাঁকে করা হয়। কিন্তু সুকন্যা তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ।এদিন আদালতে ইডি জানায়, একজন প্রাথমিক শিক্ষিকার বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে।
২ বছরের মধ্যে কোটি কোটি টাকার জমি কিনেছেন তিনি। এছাড়াও চালকলসহ অন্যান্য কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তিনি কোথা থেকে এত টাকা পেলেন তা জানা প্রয়োজন। যদিও এই ঘটনায় যুক্ত অন্যান্যরা বয়ানে জানিয়েছেন, সুকন্যার নির্দেশেই তাঁরা কাজ করেছেন। ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে বিপুল সম্পত্তির উৎস জানা প্রয়োজন।পালটা সুকন্যা মণ্ডলের আইনজীবী বললেন, সুকন্যার বাবা, হিসাবরক্ষক ও আরও একজনকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। তাই সুকন্যাকে গ্রেফতার করার দরকার নেই। তখন বিচারক রসিকতা করে বলেন, তাহলে কি জেল হেফাজতে পাঠিয়ে দেব? সেখানে কিন্তু যন্ত্রণা আরও বেশি। দুপক্ষের সওয়াল শুনে রায়দান স্থগিত রাখেন রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক। বিকেল ৩টে নাগাদ আদালত সুকন্যাকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।