দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের দুর্ঘটনা দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখায়। শুক্রবার বালিটিকুরী স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এই শাখায়। জানা গিয়েছে, এদিন সকাল নয়টার কিছু পরে ডাউন আমতা- হাওড়া লোকালের ওভারহেডের তার ছিঁড়ে যায় এবং তা প্যান্টোগ্রাফে জড়িয়ে যায়। তারপরেও ট্রেনটি কার্যত বেশ কিছুটা এগিয়ে যায়। যাত্রীরা বিকট আওয়াজের ফলে আতঙ্কিত হয়ে পড়েন।রেল সূত্রে খবর, সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। কোনা স্টেশনের অদূরে হাওড়া-আমতা শাখায় এই ঘটনা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওভারহেডে।
ওই শাখায় আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।অফিস টাইমে এই বিপত্তি হওয়ায় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, ‘৯.৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ।’ ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে তার ছাড়িয়ে প্যান্টোগ্রাফ সারান। প্রায় তিন ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ওভারহেডের তার ছিঁড়ে কোনও ট্রেনের ছাদে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছে যাত্রীরা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।