প্রসেনজিৎ ধর :-রামনবমীর পর রাজ্যের বিভিন্ন অংশে অশান্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। কেন্দ্রীয় সংস্থা দিয়ে আবেদনের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই রামনবমীকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গেল রাজ্য।চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।গত ৩০ মার্চ রামনবমী উপলক্ষে মিছিল শুরু হয়। হাওড়া, রিষড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার রেশ ছিল বেশ কয়েকদিন। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
আদালতে মামলা দায়ের করে শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছিলেন, সিবিআই ও এনআইএ অথবা যৌথ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে ঘটনার তদন্ত করানো হোক। অন্যদিকে রাজ্যের তরফে বলা হয়েছিল, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনও প্রয়োজন নেই।হাই কোর্টের NIA তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। শুক্রবার রাজ্যের তরফে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিষয়টা জানানো হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য, হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নথি NIA’কে হস্তান্তরের জন্য দু’সপ্তাহ সময় দিয়েছিল রাজ্যকে। তবে তার আগেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজ্য সরকার।হাইকোর্টের নির্দেশের পরই পর্যবেক্ষকদের অনেকে বলতে শুরু করেছিলেন, এই রায় রাজ্যের পক্ষে খুব একটা সুখকর নয়। হয়তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।