প্রসেনজিৎ ধর, কলকাতা :-এবার জঙ্গি সন্দেহে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হল এক যুবককে। শনিবার সকালে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর একটি দল কোচবিহারের ওই যুবককে গ্রেফতার করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।শনিবার ধৃতকে আদালতে পেশ করা হয় |এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নান্নু মিয়া। বছর বিয়াল্লিশের ওই যুবক কোচবিহারের দিনহাটার বাসিন্দা। সম্প্রতি উত্তর ২৪ পরগনার শাসন থানায় একটি ঘটনার তদন্তে নেমে নান্নুর খোঁজ পায় পুলিশ। তার পর থেকে তাঁকে নজরে রাখা হচ্ছিল। শনিবার সকালে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নান্নু কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শনিবার সকালে গ্রেফতার করা হয় নান্নুকে।
তার বিরুদ্ধে দেশদ্রোহ সহ বেশ কিছু ধারায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। এসটিএফের দাবি, ধৃতের সঙ্গে একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে। জানা গিয়েছে, গত বছরের অগাস্ট মাসে শাসন থানায় রুজু হওয়া একটি মামলার তদন্তে নেমে এসটিএফ জানতে পারে একাধিক বিস্ফোরক তথ্য। তখনই উঠে আসে নান্নুর নাম। উল্লেখ্য, সম্প্রতি হুগলি থেকে সঙ্গি সন্দেহে এক জন গ্রেফতার হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় নান্নুর নাম। অনেকদিন ধরেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত এই ব্যক্তি। তার নাম মিলেছিল অন্যদের গ্রেফতার করার পরই। বাড়ি কোচবিহারের দিনহাটায় হওয়ায় সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ করত। ২০২২ সালের অগস্ট মাসে দক্ষিণ ২৪ পরগনা থেকে জঙ্গিদের কাজকর্ম সংক্রান্ত একটি মামলার তদন্ত করা হচ্ছিল। তখন এসটিএফের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসে। তখন নান্নু মিঞার নাম উঠে আসে। এই নান্নুর সঙ্গে বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগসাজশ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হাওড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।