Breaking News

বাসন্তীতে জরির কারখানার আড়ালে অস্ত্র কারখানার হদিস! গ্রেপ্তার দুই,মিলল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

প্রসেনজিৎ ধর :- সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার প্রাক্কালে আবার অস্ত্র কারখানার হদিস মিলল বাসন্তীতে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কলাহাজরা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় দু’‌জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের কলাহাজরা গ্রামে অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ এবং বাসন্তী থানার পুলিশ। তাতেই আসে সাফল্য। মাঝরাতে মোতালেব পুরকাইত নামে একজনের বাড়িতে হানা দেয় তাঁরা। আর বাড়ির মধ্যে থেকে ৭টি বন্দুক–সহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়।এই ঘটনায় গ্রেফতার করা হয় মোতালেব পুরকাইত ও তার এক সঙ্গী জয়নাল মোল্লাকে। ধৃতদের আজ, শনিবার আলিপুর আদালতে তোলা হয়। তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ২০১৯ সালে মোতালেবকে অস্ত্র তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তারপর জেল থেকে ছাড়া পায় সে। বাড়ি থেকে ৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস উদ্ধার করে।

আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’‌জনকে। মোতালেফ ওরফে হাঁসা পুরকাইত ও জয়নাল মোল্লা নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।কিছুদিন আগেই ক্যানিং থানা এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। এছাড়াও বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকেও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছিল প্রায় প্রতিদিন। এরই মধ্যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলা গ্রামে অভিযান চালায় । সেখানে মোতালেফ পুরকাইত ওরফে হাঁসার বাড়িতে হদিশ মেলে বেআইনি অস্ত্র তৈরির কারখানা।ওই বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক মোতালেফ ও তার সাগরেদ জয়নাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা জানান, ধৃতদের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়।পঞ্চায়েত ভোটের আগে এলাকায় বিপুল পরিমাণের অস্ত্রভাণ্ডার তৈরির প্রকৃত কারণ কি তার তদন্ত করছে বারুইপুর এর পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *