নিজস্ব সংবাদদাতা :-দিনেদুপুরে শ্যুটআউটের ঘটনা ঘটল আসানসোলে। নিজের গাড়ি মধ্যেই আততায়ীর গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয়দের নজরে প্রথম আসে ঘটনাটি। দেখেন, একটি চার চাকার গাড়ির চালকের আসনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ব্যক্তি।জা
না গেছে, ঘটনাটি ঘটেছে, জামুরিয়া থানার অন্তর্গত ২ নম্বর জাতীয় সড়ক চান্দা মোড়ের কাছে। শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা দেখেন রাস্তার পাশে একটি স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ির ভেতরেই পড়ে রয়েছেন এক যুবক।তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে আসানসোলে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন |অসমর্থিত সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ। রানিসায়েরের বাসিন্দা রাজেন্দ্র। ওই এলাকায় গাড়ির ভিতর রাজেন্দ্র খুন হয়েছেন নাকি অন্য কোথাও খুনের পর দেহ গাড়িতে রেখে দিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণেই বা তাঁকে খুন করা হল, সে বিষয়টিও দেখছেন তদন্তকারীরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মিলা বৃশ্চিক। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসা সংক্রান্ত কোনও কারণে তাঁর উপর হামলা করা হয়েছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
Hindustan TV Bangla Bengali News Portal