প্রসেনজিৎ ধর, কলকাতা :- সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। ওই দু’টি মামলা এবার কোন বিচারপতি শুনবেন, তা সম্ভবত স্থির হতে পারে মঙ্গলবার।সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকের ২ মামলার নথি চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি | অবিলম্বে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নথি তলব করা হল।সৌমেন নন্দী ও রমেশ মালিকের মামলার নথি চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়, খবর সূত্রের। সাক্ষাৎকার বিতর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের দুটি মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগে প্রাথমিকের দুটি মামলা ছাড়া, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলাগুলি আগেই সরানো হয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। এবার তাঁর এজলাসে থাকা দুটি মামলাও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
অন্য কোনও বিচারপতিকে এই মামলা হস্তান্তরের জন্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। ২০২২-এরর অক্টোবরে প্রাথমিকের মামলা ছাড়া, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলা সরানো হয় | এবার প্রাথমিকের দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের কপিতে লেখা হয়েছে, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে আমরা নির্দেশ দিচ্ছি, বকেয়া মামলাগুলির শুনানির দায়িত্ব অন্য কোনও বিচারপতিকে দিতে |এরপর এজলাস বদলের সুপ্রিম নির্দেশ নিয়েও সরগম হয় বঙ্গ রাজনীতি।