দেবরীনা মণ্ডল সাহা :- মালদহের কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হল। অন্য দিকে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কাণ্ডের প্রেক্ষিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা গ্রহণ করল না উচ্চ আদালত।কালিয়াচকে নাবালিকার দেহ উদ্ধারের পর সিবিআই তদন্ত ও নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
সোমবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানির জন্য উঠলে তোপ দাগেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলাকারীর কাছে তাঁর পরিচয় জানতে চান। অনিন্দ্য সুন্দর দাসের আইনজীবী জবাবে জানান, যিনি মামলা করেছেন তিনি একজন আইনজীবী। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন করেন কীসের ভিত্তিতে এই মামলা করা হয়েছে? তখন তিনি বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর আইনজীবীর কথা শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, আগে ঘটনাস্থলে যান মামলাকারী। এলাকা পরিদর্শন করে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে তাঁরা মামলা চায় কি না তাও জানার নির্দেশ দেন বিচারপতি। এরপরই মামলা প্রত্যাহার করে নেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
Hindustan TV Bangla Bengali News Portal