প্রসেনজিৎ ধর, কলকাতা :-বকেয়া ডিএ-র দাবিতে কো-অর্ডিনেশন কমিটিকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে অনুমতি মিলল শর্তসাপেক্ষে। রুটে বদল এনে আগামী ৪ মে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আদালত জানিয়েছে, দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে।শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আপত্তি কেন? ডিএ মিছিল নিয়ে সম্প্রতি রাজ্য পুলিশ সংগ্রামী যৌথ মঞ্চকে অনুমতি না দিলে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই মামলার শুনানিতে আজ অর্থাৎ মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থা সরকার পক্ষের কৌঁসুলিকে প্রশ্ন করলেন, ‘মহার্ঘ ভাতা নিয়ে নবান্ন অভিযানে আপত্তি কেন?’
এরপরে অবশ্য সমস্ত পক্ষের কথা শুনে বিচারপতি মান্থা বলেন, ‘মানুষের অধিকার প্রতিবাদ জানানো, সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানালে আপত্তি কোথায়?’ এরপর বিচারপতি মান্থা সরকার পক্ষকে নির্দেশ দেয়, ‘রাজ্য কোনোভাবেই এই মিছিলে না করতে পারবে না, বরং রাজ্য এ ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারে।’আগামী বৃহস্পতিবার নবান্ন অভিযানের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কো-অর্ডিনেশন কমিটি-সহ সরকারি কর্মচারীদের কয়েকটি সংগঠন। সেই মামলার শুনানিতেই আদালত বলে,’আন্দোলনকারীরা নিজেদের অসুবিধার কথা জানাতে চাইছে। তা যদি শান্তিপূর্ণ ভাবে হয়, তবে বাধা দেব কেন? এই ধরনের কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করতে পারে কিন্তু বাধা দিতে পারে না।’বিচারপতি রাজশেখর মান্থা এদিন নির্দেশ দিয়েছেন, দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে মিছিল করতে হবে। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু, ডিএম সলপ, মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিলটি।
Hindustan TV Bangla Bengali News Portal