দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল নেতৃত্বাধীন তৃতীয় সরকারের আজ দ্বিতীয় বর্ষপূর্তি। আজ থেকে ঠিক ২ বছর আগে এই দিনেই তৃতীয়বারের জন্য রাজ্য পরিচালনার দায়িত্ব পেয়েছিল তৃণমূল। তাঁর সরকারের বর্ষপূর্তিতে এবার আরও এক ‘যুদ্ধের ডাক’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুদ্ধে শুধু লড়াইয়ে নামার ডাক দেওয়াই নয়, সেই যুদ্ধে জেতারও অঙ্গীকার তৃণমূল সুপ্রিমোর।সেই জয়ের বর্ষপূর্তিতে আগামীর যুদ্ধের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালের ভোটের জয়ের কথা স্মরণ করে মমতা এদিন টুইটে লিখেছেন, ‘‘প্রকৃত জাতি নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, দায়বদ্ধতা বজায় রাখতে হবে, কারণ, আগামী দিনে আমাদের অনেক যুদ্ধ লড়তে হবে, জিততেও হবে।’’ নিজের টুইটে মমতা লিখেছেন, ‘‘২০২১ সালে আজকের দিনে বাংলার মা-মাটি-মানুষ সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোন শক্তি নেই। আর সেজন্য আমি তাঁদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই।’’
তিনি আরও লিখেছেন, ‘‘আমি আজ মা-মাটি-মানুষ দিবসে বাংলার সকল মানুষকে আমাদের রাজ্যে গণতন্ত্র বজায় রাখার যে ভূমিকা তাঁরা পালন করেছেন সেজন্য তাঁদের সকলকে অভিনন্দন জানাচ্ছি।’’ অন্যদিকে, তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাসকদলকে কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, ২০২১-এর ২ মে, যাঁরা অভূতপূর্ব ভোট-পরবর্তী ভয়াবহতা ও সন্ত্রাসের শিকার হয়েছিলেন তাঁদের শ্রদ্ধা জানাই। সেই ব্ল্যাক ডে-র দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, বর্তমানে আঞ্চলিক দলে পরিণত হওয়া তৃণমূল কংগ্রেস সবরকমভাবে নৃশংসতা দেখিয়েছিল। বাংলার গণতন্ত্রের ইতিহাসে এটা অভিশপ্ত, কালো দিন। আমাদের কর্মীদের বলিদান কখনও ভুলব না, তাঁদের সঠিক বিচার দিতে আমরা বদ্ধপরিকর। আমরা যেন ভুলে না যাই, বাংলার বিজেপি কর্মীদের ওপর সেই অত্যাচারের কথা।