দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রেমিকের সাহায্যে মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ উঠল হরিদেবপুরে।আজ মঙ্গলবার তাদের আদালতে পেশ । এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে এক নাবালিকা (১৬) অভিযোগ করেছে, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে খুনের চেষ্টা করেছিল মা।
ধৃত মহিলার নাম সোনালি চন্দ (৩৫)। নাবালিকার অভিযোগ, মা তার প্রেমিক প্রসূনের সঙ্গে হাত মিলিয়ে মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কোনওমতে রক্ষা পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকা। ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক কিশোরী অভিযোগ জানিয়েছে।তদন্তে নেমে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে পুলিশ। দেখা যায়, টেলিগ্রামে রাজা টেন নাম একটি অ্যাকাউন্ট (যা আদপে প্রসূন মান্নার অ্যাকাউন্ট) ও সোনালিদেবীর মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছে। সেখানে মেয়েকে খুন করার বিষয়ে কথা হয়। সেই পরিকল্পনার রেকর্ড হাতে আসে পুলিশের। আর কিশোরীকে খুনের ছক কষার প্রমাণ হাতে পেয়ে যায় পুলিশ। তখনই পয়লা মে শ্রমিক দিবসের দিন সোনালি চন্দকে গ্রেফতার করে পুলিশ। আর তাকে জেরা করেই হুগলির চন্দননগর থেকে গ্রেফতার করা হয় প্রেমিককে ধৃতের নাম প্রসূন মান্না। মঙ্গলবার সোনালি ও প্রসূনকে আদালতে পেশ |
Hindustan TV Bangla Bengali News Portal