Breaking News

বন্ধু অয়নের সঙ্গে গোয়া বেড়াতে গিয়েছিলেন শ্বেতা,বান্ধবী শ্বেতাকে ৫০ লাখের ফ্ল্যাট উপহার অয়নের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দীর্ঘদিনের ‘বন্ধুত্ব’-এর সম্পর্কের ভালোবাসা থেকেই বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে ফ্ল্যাট, গাড়ি কিনে দিয়েছিলেন অয়ন শীল। এমনকী বিভিন্ন জায়গায় একসঙ্গে বেড়াতেও গিয়েছেন ২ বন্ধু। জেরায় ইডিকে এমনই জানিয়েছেন শ্বেতা। তবে তরুণী দাবি করেছেন, অয়ন যে নিয়োগ দুর্নীতিতে যুক্ত তা টেরও পাননি তিনি।বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠতা। তারই জেরে বিভিন্ন সময়ে দেশের বহু জায়গায় ভ্রমণ। আর বন্ধুত্ব থেকে ‘ভালবাসা’র জেরেই ঘনিষ্ঠ বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে ফ্ল‌্যাট ও দামি গাড়ি ‘উপহার’ দেন অয়ন শীল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, সম্প্রতি শ্বেতা চক্রবর্তীকে জেরা করে এই তথ‌্য এসেছে তাদের হাতে। দু’জনের মধ্যে টানা ১৪ বছর ধরে বন্ধুত্ব ও সেখান থেকে ঘনিষ্ঠতার কথা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের কাছে স্বীকার করেছেন তিনি, এমনই দাবি ইডির।গত সপ্তাহে সিজিও কমপ্লেক্সে শ্বেতাকে ডেকে জেরা করেন ইডির তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, জেরায় শ্বেতা জানিয়েছেন ১৪ বছরের পুরনো তাঁদের বন্ধুত্ব। কর্মসূত্রেই তাঁদের আলাপ হয়েছিল। তারপর সময় যত কেটেছে ততই উত্থান হয়েছে অয়নের। আর পুরনো বন্ধুর প্রতি ভালোবাসা থেকে তাঁকে ৫০ লক্ষ টাকা দামের ফ্ল্যাট, ১২ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিয়েছিলেন অয়ন। শ্বেতা জানিয়েছেন, কামারহাটি পুরসভার উলটো দিকে ফ্ল্যাটটি কেনার সময় দাম দেখানো হয়েছিল ৩৫ লক্ষ টাকা।

বাকি টাকা নগদে মেটান অয়ন। দুই বন্ধু গোয়াসহ দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমনকী মুম্বইয়ে বেশ কিছুদিন একসঙ্গে ছিলেন তাঁরা।শ্বেতা জানিয়েছেন, অয়নকে একজন ব্যবসায়ী বলে তিনি জানতেন। তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে তা বুঝতে পারেননি তিনি। সেজন্যই বন্ধু অয়ন তাঁকে লক্ষ লক্ষ টাকা হাত খরচ ও গয়না কিনে দিলেও ফেরাননি তিনি।ইডির সূত্র জানিয়েছে, বিভিন্ন তথ‌্য জানতে শ্বেতাকে টানা জেরা করা হয়। একসময় শ্বেতা প্রায় কেঁদেও ফেলেন। তিনি দাবি করতে থাকেন যে, অয়নকে তিনি ব‌্যবসায়ী হিসাবেই চিনতেন। তিনি যে এত বড় শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেনই না। যদিও ইডির দাবি, জেরার মুখে শ্বেতা আধিকারিকদের কাছে স্বীকার করেন যে, ১৪ বছর আগে একই দপ্তরে কাজের সূত্রেই দু’জনের মধ্যে পরিচয় হয়। বন্ধুত্ব থেকেই ঘনিষ্ঠ হন তাঁরা। এর পর বিভিন্ন সময় যে অয়ন ও শ্বেতা ভ্রমণে গিয়েছেন, শ্বেতার বক্তব‌্য থেকেই তা জানতে পেরেছে ইডি। ইডির দাবি, গোয়ার মতো দেশের বিশেষ কয়েকটি জায়গায় অয়ন ও শ্বেতা ঘুরতে যান। ইডি সূত্রে খবর, শ্বেতার একাধিক দাবিতে ধোঁয়াশা রয়েছে। শ্বেতা অয়নের থেকে পাওয়া গাড়িটি ফেরত দিয়েছিলেন কি না তা জানতে চান গোয়েন্দারা। এছাড়াও তাঁর দেওয়ার বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *