Breaking News

রবীন্দ্র জয়ন্তীর আবহে শাহের ‘রাজনৈতিক সভা’ ঘিরে ধন্দ!তাই কি কাটছাঁট অমিত শাহের সফর?

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রবীন্দ্র জয়ন্তীতে এ রাজ্যেই থাকবেন অমিত শাহ | কিন্তু, কিছুটা হলেও বদলেছে তাঁর বঙ্গীয় কর্মসূচি | বিজেপি সূত্রের খবর, ২ দিন নয়, এখন মাত্র ১ দিনই পশ্চিমবঙ্গ সফরে আসছেন শাহ | দুদিনের সফরে এ রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর | প্রথম দিন রাজনৈতিক জনসভা এবং পরের দিন ২৫ বৈশাখ উদযাপন। ২৪ বৈশাখ রাজনৈতিক সভা করার কথা ছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর খাসতালুক মুর্শিদাবাদের বহরমপুরে | কিন্তু, বিজেপি সূত্রের খবর, আপাতত, সেই সভা বাতিল করা হয়েছে | কিন্তু হঠাৎ ঠিক হয়েছে অমিত শাহকে দিয়ে রবীন্দ্রজয়ন্তীতে জনসভা করাবে না বঙ্গ–বিজেপির নেতারা।

কারণ বাঙালির হৃদয়ে জায়গা করতে হলে রবীন্দ্রজয়ন্তীতে রাজনৈতিক কর্মসূচি না করাই ভাল। ওইদিন রাজনৈতিক কর্মসূচি বা জনসভা করলে যেটুকু সমর্থন রয়েছে সেটাও ধুলোয় মিশে যাবে। এই সাত–পাঁচ ভেবে বাতিল করা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা। তবে তিনি কলকাতায় এসে মেতে উঠবেন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বলে বিজেপি সূত্রে খবর।তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর।বাঙালির নববর্ষ পয়লা বৈশাখ কলকাতায় ছিলেন অমিত শাহ। চৈত্র সংক্রান্তির দিনে বীরভূমের সিউড়ির সভা করেছিলেন। সেখানে তেমন ভিড় দেখা যায়নি। ফলত রবীন্দ্রজয়ন্তীর দিন জনসভা করলে সেটা বড় আকার ধারণ করবে। আগামী ৮ মে বাংলায় আসবেন অমিত শাহ। থাকবেন ৯ মে। এই সব বুঝতে পেরেই ওই দিন কোনও রাজনৈতিক সভা–সমাবেশ করা হবে না বলেই ঠিক হয়েছে। তাই শুধু রবীন্দ্রজয়ন্তী পালনে অংশ নিতে পারেন অমিত শাহ বলে সূত্রের খবর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *