প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। এমনকী যুবকের দেহের দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনও খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় সিআইডি তদন্তের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চলবে বলে জানিয়েছে আদালত।আগামী ১২ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে।
এমনকী দ্বিতীয়বার ময়নাতদন্তেরও কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে হাই কোর্ট।উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। আদালতে পরিবারের তরফে জানানো হয়, এই ঘটনায় অভিযুক্ত পুলিশ। তাই সিআইডি তদন্তে ভরসা নেই তাদের। পালটা রাজ্যের তরফে জানানো হয়, ঘটনার রাতে গ্রামবাসীরা এক পুলিশকর্মীকে ঘিরে ধরেন। তখন তিনি শূন্যে ২ রাউন্ড গুলি চালান। সেই গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে কি না তা স্পষ্ট নয়। দুপক্ষের বক্তব্য শুনে সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দেয় আদালত। সঙ্গে দেহের দ্বিতীয় ময়নাতদন্তের আবেদনও খারিজ করেছে আদালত।আদালতের তরফে জানানো হয়েছে, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত যেমন চলছে চলবে। পুলিশের গুলিতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে কি না তা জানতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। আগামী ১২ মে’র মধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে।