নিজস্ব সংবাদদাতা :- আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে বজবজে গুলিবিদ্ধ যুবক। বুধবার দুপুরে বজবজ শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শেখ আলতাব উদ্দিন নামে ওই যুবক আলিপুর আদালতে একটি মামলায় সাক্ষ্য দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালায় আততায়ী। গুলি লেগেছে তার মাথায়। গুরুতর আহত অবস্থায় যুুবককে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আলিপুর কোর্টে সাক্ষী দিয়ে ফেরার পথে আক্রান্ত ১ ব্যক্তি। একটি পুরনো মামলায় সাক্ষী দিতে গিয়েছিলেন শেখ আলতাব উদ্দিন। ট্রেনে বজবজ ফিরে বাইকে ওঠেন আলতাব, তারপরেই হামলা। অভিযোগ, বাইক লক্ষ্য করে গুলি চালায় শোবরাজ গাজি নামে এক দুষ্কৃতী। গুলি লেগে জখম হন শেখ আলতাব উদ্দিন। এরপরেই এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন শেখ আলতাব উদ্দিন।অপরদিকে, অভিযুক্ত শোবরাজ গাজির খোঁজ চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে আহত শেখ আলতাব উদ্দিনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা? খতিয়ে দেখছে পুলিশ |গুলিচালনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে। পিছন থেকে একটি মোটরসাইকেল আহতের মোটরসাইকেলকে ওভারটেক করে। সেই সময় দ্বিতীয় মোটরসাইকেলের পিছনে বসে থাকা সাদা রেইন কোট পরা যুবক পিস্তল তাক করে গুলি চালায়। ঘটনার সময় সেখানে হালকা বৃষ্টি হচ্ছিল।ঘটনার তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।