প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবার টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে একটি অটো করে এসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির একটি মৃতদেহ ফেলে দিয়ে চম্পট দেয়। পাশের অটোস্ট্যান্ডের অটো চালকরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এই মৃতদেহ টালিগঞ্জ মেট্রো স্টেশনের পাশে অটো স্ট্যান্ডের কাছে পড়ে রয়েছে। গোটা বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। খাস কলকাতায় রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকা নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কারণ টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে উদ্ধার করা হয় দেহটি।
বুধবার সকালে টালিগঞ্জ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। বস্তা দিয়ে দেহটি ঢাকা দেওয়া ছিল। খবর জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাঁরা দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের বয়স ৬০-এর কাছাকাছি হবে। রুগ্ন, শীর্ণকায় দেহ তাঁর। হাড় জিরজিরে অবস্থায় দেহটি উদ্ধার করা হয়েছে। কী ভাবে বৃদ্ধের মৃত্যু হল, কী ভাবেই বা মেট্রো স্টেশনের ধারে দেহ এল, তা জানা যায়নি।এই ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ। ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কেন টালিগঞ্জ স্টেশনকে বেছে নেওয়া হল? তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই সময়ে একমাত্র টালিগঞ্জ স্টেশন এলাকাই একটু ফাঁকা থাকে। সেটা আগে থেকে রেইকি না করলে জানা সম্ভব নয়। সেটা দিনের পর দিন দেখেই দেহ ওখানে ফেলে রেখে যাওয়া হয়। এই ব্যক্তির বয়স ৬০–এর কাছাকাছি। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে? কে তাঁর দেহ মেট্রো স্টেশনের সামনে ফেলে গেল? কেন এমন ঘটল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে টালিগঞ্জ থানার পুলিশ।