Breaking News

গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল!

নিজস্ব সংবাদদাতা :- গরু পাচারকাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল। আগামী ২০ মে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে শর্ত হিসেবে, তিনদিন অন্তর আব্দুল লতিফকে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত।গরুপাচার মামলায় জড়িত আবদুল লতিফের জামিন বহাল থাকল। শর্তসাপেক্ষে জামিনের মেয়াদও বাড়ল। আবার কিছুটা শিথিল করা হয়েছে জামিনের শর্ত। তাই আসানসোল বিশেষ সিবিআই আদালতে পরবর্তী হাজিরা দিতে হবে ২০ মে। আগে আবদুল লতিফকে চারদিন অন্তর সিবিআই–এর আইও’‌র সঙ্গে দেখা করতে হবে। সেদিনই লতিফকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আজ, সোমবার এই রায় দিলেন আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

এমনকী ৪ মে পর্যন্ত সাতদিনের রক্ষাকবচ দেওয়া হয়েছিল আবদুল লতিফকে। সেটা এখনও বহাল থাকছে বলেই খবর।এদিকে সুপ্রিম কোর্টে নতুন করে আবদুল লতিফের রক্ষাকবচ নিয়ে শুনানি হয়নি। তাই রক্ষাকবচ অব্যাহত বা ওই অর্ডার একই থাকছে বলে যুক্তি দেখিয়ে লতিফের আইনজীবী আগের শর্তেই জামিনের দাবি করেছিলেন বিচারকের কাছে। কিন্তু, বিচারক আইনজীবী কে জানান, তাঁর আদালত থেকেই আবদুল লতিফের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তাই তাঁকে নিঃশর্ত জামিন দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। গরমের ছুটির আগে পর্যন্ত পরবর্তী শুনানির সম্ভাবনা নেই। তাই রক্ষাকবচ অব্যাহত রইল।গত ৬ মে আসানসোল আদালতে এসেছিলেন আবদুল লতিফ। যদিও সেদিন শুনানি হয়নি। কারণ আইনজীবীর মৃত্যুতে শোক পালন চলছিল। ওইদিন কোনও পক্ষেরই আইনজীবী উপস্থিত ছিলেন না। তাই আজ, সোমবার ভোরে আবদুল লতিফ হাজির হন আসানসোল বিশেষ সিবিআই আদলতে। মাথায় টুপি, মুখে মাস্ক, চোখে চশমা পরে তিনি প্রবেশ করেন আদালতে। তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই একসময় পরিচিত ছিলেন এই লতিফ। গরু পাচার মামলায় সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম উঠে আসে আবদুল লতিফের। আবদুল লতিফকে সুপ্রিম কোর্ট রক্ষাকবচ দিয়েছিল এই মামলায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *