দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবার এক নার্সিংহোমে লিফ্ট ছিঁড়ে গুরুতর আহত হন এক চিকিৎসক দম্পতি।সোমবারের এই ঘটনার পরেই বাইপাসের ধারে এক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় ওই চিকিৎসক দম্পতিকে। সেখানেই রাত দুটো নাগাদ মারা যান মহিলা চিকিৎসক চৈতালি মিত্র। তাঁর স্বামী অনির্বাণ মিত্র এখনও সঙ্কটজনক রয়েছেন বলে খবর। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক দম্পতিই কসবার রাজডাঙার ওই নার্সিংহোমটি চালাতেন। সোমবার আচকাই লিফ্ট ছিঁড়ে ঘটে বিপত্তি। গুরুতর জখম হন চিকিৎসক দম্পতি। স্থানীয়দের দাবি, চার তলা থেকে ওই লিফ্টটি ছিঁড়ে যায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয় ওই চিকিৎসক দম্পতিকে। সোমবার গভীর রাতে সেখানে মারা যান মহিলা চিকিৎসক। পুলিশের অনুমান যান্ত্রিক ত্রুটির জেরেই লিফ্ট ছিঁড়ে পড়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।জানা গিয়েছে,সোমবার কসবার রাজডাঙা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমের ভিতরে জোরালো আওয়াজ শুনে কর্মী এবং স্থানীয় মানুষ ছুটে যান |
তাঁরা গিয়ে দেখেন, নার্সিং হোমের একতলায় লিফটের ভিতরে পড়ে রয়েছেন ওই নার্সিংহোমেরই চিকিৎসক অনির্বাণ মৈত্র এবং তাঁর স্ত্রী চৈতালি মৈত্র | গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ই এম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়| খবর দেওয়া হয় কসবা থানা এবং দমকলে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সোমবার লিফট ছিঁড়ে পড়েছিল। তবে কী পরিস্থিতি ছিল লিফট, কেনই বা ত্রুটি হল যার জেরে মৃত্যু পর্যন্ত ঘটে গেল – সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে চিকিৎসক চৈতালি মিত্রর মৃত্যুর ধাক্কা সামলাতে পারছেন না কেউ। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোন অন্তর্ঘাত আছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।