Breaking News

মণিপুরে আটকে পড়া ছাত্রদের ফোন নবান্নে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরল ১৮ পড়ুয়া!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে অগ্নিগর্ভ মণিপুর থেকে নিরাপদে ঘরে ফিরলেন এরাজ্যের ১৮ জন পড়ুয়া। ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ারা মণিপুরের সাম্প্রতিক অশান্তির পরে নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছিলেন। পড়ুয়ারা নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করে। বিষয়টি জানতে পারার পরেই ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর নির্দেশে, সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে ১৮ পড়ুয়াকে রাজ্যে ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন। কলকাতা বিমানবন্দর থেকে ছাত্রছাত্রীদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করেছে রাজ্য প্রশাসন। গোটা বিষয়টি টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |

মেটেই জনজাতির সঙ্গে আদিবাসীদের সংঘাতে অগ্নিগর্ভ মণিপুর। বুধবার থেকে চলতে থাকা হিংসায় এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। বহু জায়গায় জারি কারফিউ। বন্ধ ইন্টারনেট। এই অবস্থায় আশঙ্কায় ভুগছিলেন ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন পড়ুয়া। জানা গিয়েছে, তাঁরা বিএসসি, এমএসসি এবং পিএইচডি-র ছাত্র। মণিপুরের বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত মনে করছিলেন না তাঁরা। এই অবস্থায় নবান্নের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এরপরেই নবান্ন তথা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের উদ্যোগে নিরাপদে রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হয়|পড়ুয়াদের ফেরাতে মণিপুর প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়। ক্যাম্পাস থেকে তাঁদের বিমানবন্দর অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সেখান থেকে বিমানে সকাল দশটা পনের নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পড়ুয়ারা। সেখান থেকে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করে রাজ্য প্রশাসন|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *