Breaking News

‘অমিত শাহের ছেলের তো ৮০ হাজার গুণ সম্পত্তি বেড়েছে’, সুকন্যা গ্রেফতার হলে জয় শাহ নন কেন,প্রশ্ন অভিষেকের!

নিজস্ব সংবাদদাতা :- সম্পত্তি বেড়ে যাওয়ায় যদি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা গ্রেফতার হতে পারেন, তবে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে হবে না। জনজোয়ার কর্মসূচিতে বীরভূমের মুরারইতে দাঁড়িয়ে তিহারে বন্দি অনুব্রত মণ্ডলের হয়ে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর প্রশ্ন সুকন্যা মণ্ডলের সম্পত্তি ১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে গ্রেফতার হয়েছেন। অমিত শাহ-র ছেলেরও তো সম্পত্তি ৮০ হাজার গুণ বেড়েছে তবে কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না। মুরারুইয়ের সভা থেকে তিনি নাম না করে কটাক্ষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে। গরুপাচার থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও সরব হন অভিষেক।মঙ্গলবার তাঁর প্রশ্ন, সম্পত্তি বাড়ার জন্য যদি সুকন্যা মণ্ডল গ্রেফতার হয় তাহলে কেন অমিত শাহের পুত্রকে জিজ্ঞাসাবাদ করা হবে না ৮০ হাজার গুণ সম্পত্তি বাড়ার জন্য? অভিষেকের প্রশ্ন, কেন তাঁকে গ্রেফতার করা হবে না? বলেন, কেন অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করা হবে না? বলেন, একমাত্র তৃণমূল চোখে চোখ রেখে লড়াই করে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।

তৃণমূল যুবরাজ বলেন, ইডি’র রিপোর্ট বলছে গরু পাচার কাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত বিএসএফের। বিএসএফ থাকে অমিত শাহের অধীনে। ‘বাবুরা গরু চোর ধরতে বেরিয়েছে’ বলে কটাক্ষ করার পর তাঁর প্রশ্ন, বিএসএফ মদতে গরু পাচারের টাকা কার কাছে গিয়েছে? অমিত শাহ না তাঁর ছেলের কাছে?অমিত শাহ এই রাজ্যে এসেছেন ঊল্লেখ করে তাঁকে চ্যালেঞ্জ করে অভিষেকের বার্তা, ক্ষমতা থাকলে যত হোক শক্তি প্রয়োগ করো। গলা কাটো তবু মুখ দিয়ে ‘জয় বাংলা’ বেরোবে। আরও বলেন, ইডি-সিবিআই যত লাগানো হবে তৃণমূলের ক্ষমতা তত বাড়বে। কেন্দ্রীয় এজেন্সির ভয়ে জোড়াফুল শিবির মাথা নত করবে না।এদিনের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ”২০২৬ সালে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। একমাত্র আমরা চোখে চোখ রেখে লড়াই করছি।” একুশের ভোটে হারের পর বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। মুরারইয়ের সভা থেকে ফের সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *