Breaking News

‘ওঁকে ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে’, রাজ্যপালকে পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের প্রকাশ্যে রাজ্যপাল রাজ্য সরকার সংঘাত। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে হ্যামলেটের মতো টু বি অর নট টু বি সংশয় নিয়ে বসে থাকব না। রবীন্দ্র জয়ন্তীতে সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে ম্যাকবেথ ও জুলিয়াস সিজারের তুলনা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, হ্যামলেট নয়, রাজ্যপালকে বরং ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে। শিক্ষামন্ত্রী জানান, আমরা চাইছি আলাপ আলোচনার মাধ্যমে ওঁর সঙ্গে কাজ করতে। কিন্তু রাজ্যপাল নিজের মতো কাজ করে যাচ্ছেন। ব্রাত্যর দাবি, রাজ্যপাল এমন অনেক উপাচার্য নিয়োগ করছেন যাঁদের আদৌ ১০ বছরের অভিজ্ঞতা নেই। সি ভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর রাজভবন এবং রাজ্য সরকারের মধ্যে সম্প্রীতির চিত্র দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই ছবিটা আবার বদলে গিয়েছে। সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল, সেখানে তিনি বলেন, ‘‘রাজ্যে আইনগত বা সাংবিধানিক সঙ্কট তৈরি হলে এক জন রাজ্যপাল শেক্সপিয়রের হ্যামলেটের মতো ‘টু বি অর নট টু বি’-র সংশয় নিয়ে বসে থাকবেন না।

কারণ, শিক্ষা আমাদের এটাই শেখায়।” সোমবার এ নিয়ে কোনও মন্তব্য করতে না চাইলেও, ঠিক তার পর দিন ব্রাত্য বলেন, “হ্যামলেট নয়, রাজ্যপালকে বরং ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রাজ্য এবং রাজ্যপালের সংঘাতের প্রসঙ্গ উঠে এসেছে ব্রাত্যের বক্তব্যে। তাঁর কথায়,”ক্ষমতা গ্রাস করার এক মানসিকতা দেখা যাচ্ছে ওঁর মধ্যে। আমরা কিন্তু বারে বারে চাইছি আলাপ-আলোচনার ভিত্তিতে কাজ করতে। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। অনেকের ১০ বছরের অভিজ্ঞতা নেই। তাঁদেরও উপাচার্য নিয়োগ করছেন। উনি নিজেই নিয়মের কথা বলেন। কিন্তু নিজেই নিয়ম ভাঙছেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *