Breaking News

প্রতারণার শিকার হয়ে আত্মঘাতী চেন্নাইয়ের তরুণী, গ্রেফতার কলকাতার ৩ যুবক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রতারণার শিকার হয়ে চেন্নাইয়ের এক তরুণীর আত্মঘাতী হওয়ার পর কলকাতা থেকে তিন যুবককে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগে তিন জনকে একবালপুর থেকে গ্রেফতার করেন চেন্নাই পুলিশের আধিকারিকরা।অনলাইন ট্রেডিং জালিয়াতির ফাঁদে পড়ে টাকা খোয়ান চেন্নাইয়ের এক তরুণী। টাকা চাইতে গিয়ে কলকাতার তিন যুবকের হুমকির মুখেও পড়েন তিনি। শেষপর্যন্ত টাকা ফেরত না পেয়ে আতঙ্কে ওই তরুণী চেন্নাইয়ে নিজের ফ্ল‌্যাটেই আত্মঘাতী হন। আত্মহত‌্যায় প্ররোচনার অভিযোগে একবালপুরে হানা দিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করলেন চেন্নাই পুলিশের আধিকারিকরা।পুলিশ জানিয়েছে, ধৃত তিন যুবকের নাম আমানুল্লাহ খান, মহম্মদ শাহজাহান ও ফয়জল ইসলাম। কয়েক মাস আগে সোশ‌্যাল মিডিয়ায় এই তিনজনের সঙ্গে পরিচয় হয় চেন্নাইয়ের পর্তুগিজ চার্চ স্ট্রিটের বাসিন্দা ১৯ বছরের তরুণী মহালক্ষ্মীর। চেন্নাইয়ের মুথিয়ালপেট থানায় মহালক্ষ্মীর মা এ শান্তি অভিযোগ জানিয়ে বলেন, তাঁর সঙ্গে স্বামীর বিচ্ছেদ চলার কারণে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে থাকেন। ছোট মেয়ে বিশেষভাবে সক্ষম। গত ২ এপ্রিল রাত একটা নাগাদ তিনি দেখেন, বড় মেয়ে মহালক্ষ্মী তখনও ঘুমোননি। মোবাইলে চোখ রয়েছে তাঁর। মেয়ে মাকে বলেন, তিনি অ‌্যালর্ম সেট করে ঘুমোতে যাবেন। এর পর মা ও অন‌্যরা ঘুমিয়ে পড়েন। ভোর পাঁচটা নাগাদ মায়ের ঘুম ভেঙে যায়। পাশের ঘরে গিয়ে দেখেন, সিলিং থেকে গলায় দোপাট্টা দিয়ে ঝুলছেন তাঁর তরুণী কন‌্যা। গলার ফাঁস কেটে হাসপাতালে নিয়ে গেলে তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে নেমে নিহত তরুণীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। সেখানে তরুণীর মোবাইল পরীক্ষা করে তদন্তইকারী জানতে পারেন ইনস্টাগ্রামে আলাপ হওয়া একজনকে মহালক্ষ্মী অনলাইন ট্রেডিংয়ের জন‌্য ৩০ হাজার টাকা পাঠিয়েছেন। শান্তিদেবীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তরুণীকে ৩০ হাজার টাকা লগ্নি করলে মাত্র কয়েকদিনের মধ্যে ৩৭ হাজার টাকা ফেরত দেবে বলে জানায়। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও তারা টাকা ফেরত দেয়নি। উলটে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শেষমেষ আতঙ্কিত হয়ে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। একবালপুর থেকে তিনজনকে গ্রেফতারের পর মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে ধৃতদের ১৪ মে পর্যন্ত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তাঁদের চেন্নাইয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *