দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস | বিপুল সেই জয় নিয়ে এ বার মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তিনি বললেন, ‘ঔদ্ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ |’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এদিন কলকাতায় আসেন বলিউড সুপারস্টার সলমন খান | তিনি দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে | দেখা করে তাঁর বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন |১০ মে কর্ণাটকে নির্বাচন হয়েছে। শনিবার ফলপ্রকাশের দিন প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস। দিনশেষে দেখা গেল, ২২৪ আসনের মধ্যে কংগ্রেসের প্রাপ্তি ১৩৬। বিজেপি অনেক পিছিয়ে, দু অঙ্কও পেরতে পারেনি। অর্থাৎ দক্ষিণ ভারতে কেন্দ্রের শাসকদলের কোনও আধিপত্যই রইল না। একমাত্র রাজ্যটির ক্ষমতাও হাতছাড়া হল। কর্ণাটকের সম্ভাব্য মুখ্যমন্ত্রী বর্ষীয়ান সিদ্দারামাইয়া, যিনি আগেও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন |
এদিন মমতা বলেন, ‘আমি ইতিমধ্যে ফেসবুক, ট্যুইটারে আমার মত প্রকাশ করেছি | এই যে ঔদ্ধত্য, এ তার পরাজয়
| অহঙ্কার, দুর্বিসহ ব্যবহার ও এজেন্সির পলিটিক্সের বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছেন | এটা আসলে ‘নো ভোট টু বিজেপি’ হয়েছে | এটাই বিজেপির শেষের শুরু | এর পর মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় আছে, সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত | ফলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জয়ের কোনও আশা নেই | ২০২৪-এর শেষের শুরু এটাই |’
তাঁর কথায়, ”বিজেপির কোনও ইমেজ নেই | যতই বড বড় কথা বলুক, সেজেগুজে মঞ্চে উঠে, ইমেজ বলে কিছু নেই। তাই তো এমন ফলাফল। কুমারস্বামীরাও ভাল কাজ করেছে ওখানে। তবে এই জয় মানুষেরই। চব্বিশের আগে এ এক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত।”২০২৪ সালের লোকসভা ভোটের আগে কর্নাটক বিধানসভা নির্বাচন ছিল বিজেপি এবং কংগ্রেস দুই দলের কাছেই ‘অ্যাসিড-টেস্ট’। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির কাছে পরীক্ষা ছিল কর্নাটক জয়ের মাধ্যমে লোকসভা ভোটের আগে দাক্ষিণাত্যে ক্ষমতা বিস্তার করা। কংগ্রেসের কাছে লড়াইটা ছিল অস্তিত্ব রক্ষার। শেষ হাসি হাসলেন রাহুল গান্ধী। কর্নাটকে হেরে যাওয়ায় বস্তুত গোটা দক্ষিণ ভারত থেকেই বিদায় নিল নরেন্দ্র মোদী।