দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ব্যাপকভাবে শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় ‘মোকা’।এই মুহূর্তে সাইক্লোন ‘মোকা’ পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে । এই মুহূর্তে এর গতিবেগ রয়েছে ১৮০ থেকে ১৯০ এবং গ্যাস্টিন ২১০। পোর্ট ব্লেয়ার থেকে ৫৬oকিলোমিটার, কক্সবাজার থেকে ৬৮০ ও মায়ানমার থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর অভিমুখ থাকবে উত্তর- উত্তর পূর্ব দিকে এবং মাঝরাতে এটি আরো শক্তি বাড়াবে।আবহবিদেরা মনে করছেন, পশ্চিমবঙ্গের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকতে চলেছে ‘মোকা’। রাজ্যে এর খুব একটা প্রভাব পড়বে না।
তবে বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলে গতিবেগ হাওয়ার থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। আগামী ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই মোকার প্রভাবে রবিবার পর্যন্ত কলকাতা এবং দুই ২৪ পরগনার আকাশ থাকতে পারে মেঘলা। শনিবার কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই রবিবারও। আগামী সোমবার থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস।সোমবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে হতে পারে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি।
Hindustan TV Bangla Bengali News Portal