দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২৪ মে রাজ্যের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সোমবার টুইটে এ কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর এবং জন্মতারিখ দিলেই ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। টুইটে তিনি উল্লেখ করেন, আগামী ২৪ মে বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবে ছাত্রছাত্রীরা। পরীক্ষার্থীরা মার্কশিটের হার্ডকপি এবং সার্টিফিকেট হাতে পাবে রেজাল্ট জানার কয়েকদিন বাদে।
আগামী ৩১ মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পারবে।উল্লেখ্য, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৫২ হাজার। এবারেই প্রথমবার একটি প্রশ্নপত্র ও একটি উত্তরপত্রে পরীক্ষা দেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। নতুন এই ব্যবস্থায় উত্তরপত্র আগে থেকেই ছাপানো হয়। উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ছিল এমসিকিউ-এর উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা। এবং পরবর্তী দু’টি পৃষ্ঠা নির্দিষ্ট করে দেওয়া হয় এসএকিউ-এর উত্তর লেখার জন্য।চিরাচরিতভাবে মাধ্যমিকের পরই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে চলতি বছরেও মাধ্যমিকের ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকের।