Breaking News

নবান্নে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর,খোঁজ নিলেন কর্মীদের হাজিরারও!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আজ, বুধবার নবান্নে পৌঁছেই সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ তলায় নিজের দফতরে না গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য দফতরে হাজির হন। সেটা ছ’তলায় ভূমি ও ভূমিসংস্কার দফতর থেকে শুরু করে নবান্নের ১২ তলায় রাজ্যের অর্থ এবং বাজেট দফতরেও উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর তাঁকে দেখে অনেকে চমকে যান। বুধবার দুপুর ১২টা ১৫ নাগাদ আচমকা নবান্নে ভূমি সংস্কার ও অর্থদফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আচমকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব। প্রথমে ছয় তলায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১২ তলায় অর্থ দফতরের যান তিনি। সেখানে অর্থ সচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন।

পাশাপাশি কর্মীদের পরিবার-পরিজনের কুশল সংবাদও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। তাঁদের ছেলেমেয়ে কেমন আছেন তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে দফতরের কর্মীদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। দফতরের সচিবের কাছ থেকে জানতে চান, ফাইল কেন এত জমে আছে।দু’দিন আগে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সিপিএম প্রভাবিত কর্মচারী সংগঠনকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌কো–অর্ডিনেশন কমিটির লোকেরা বিভিন্ন দফতরে বসে থাকে। আর তাঁরাই সরকারের কাজে বাগড়া দেয়।’‌ তাই এমন সারপ্রাইজ ভিজিট কিনা বোঝা যাচ্ছে না। অন্যান্য দফতর ঘুরে এরপর লিফটে করে ১২ তলায় চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে রয়েছে অর্থদফতর। এই দফতরের সচিব মনোজ পন্থের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং অনেক তথ্য জানতে চান। আজ, মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *