প্রসেনজিৎ ধর, কলকাতা :- কুড়মি জট কাটাতে এবার নবান্নে কুর্মি নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন জঙ্গলমহলের কয়েকজন নেতাও। নবান্ন সূত্রে খবর, কুড়মি সমাজের দাবি দাওয়া নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।অন্যদিকে, দিলীপ ঘোষের বাংলোয় এদিন হামলা চালান কুড়মি সম্প্রদায়ের মানুষরা। আপত্তিকর মন্তব্যের জেরে ভাঙচুর করা হয় দিলীপ ঘোষের বাংলোর গেট। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। বর্তমানে দিল্লিতে রয়েছেন দিলীপ। তবে, কুড়মিদের হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কুড়মিদের বৈঠকে কোনো সমাধান বেরিয়ে আসে সেটাই দেখার।সূত্রের খবর কুড়মি সমাজের বিভিন্ন সমস্যার কথা জানতে চান মমতা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। জঙ্গলমহলের আদিবাসী ভোট তৃণমূলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিরুদ্ধে অসন্তোষের কথা শোনা যায়। তাই সেদিক থেকে দেখতে গেলে নবান্নে বৈঠকও রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৈঠকে কুড়মি সমাজের পক্ষে বৈঠকে রয়েছেন শুভেন্দু মাহাতো,সুনীল মাহাতো ও বিজয় মাহাতো। এছাড়াও দুই তৃণমূল বিধায়ক শান্তিরাম মাহাতো ও সুশান্ত মাহাতো এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়ার তৃণমূল নেতৃত্ব রয়েছেন। কুড়মিদের প্রধান দাবি হল তাদের তপলিসি উপজাতির মর্যাদা দিতে হবে। রাজ্য সরকারের বক্তব্য হল কুড়মিদের তপসিলি উপজাতির মধ্যে ফেলার সুপারিশ রাজ্য করতেই পারে। কিন্তু তা শেষপর্যন্ত কার্যকর হবে কিনা তা একেবারেই কেন্দ্রের বিষয়। অর্থাত্ রাজ্যে সরকার যে কুড়মিদের পাশেই রয়েছে সেই বার্তাই কুড়মি নেতাদের দেওয়া হবে।
Hindustan TV Bangla Bengali News Portal