দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একটি আবাসনের ১৮তলা থেকে পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার কামালগাজি মোড়ে। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ১৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। মৃতার নাম শ্রীময়ী মিশ্র (২৯)। ওই তরুণী গাড়ি চালককে সঙ্গে নিয়ে কামালগাজি মোড়ে নতুন ফ্ল্যাট দেখতে এসেছিলেন। তখনই ওই ফ্ল্যাটের ১৮ তলার আবাসন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই রহস্যমৃত্যুর তদন্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।তার বাবা কর্মসুত্রে জঙ্গীপুর এলাকায় থাকেন৷ কসবা এলাকায় মায়ের সঙ্গে থাকতেন শ্রীময়ী৷ তাঁর মা অসুস্থ৷মনে করা হচ্ছে, সেখান থেকেই নীচে ঝাঁপ দেন তিনি। ভারী কিছু পড়ার শব্দ শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। গিয়ে দেখেন, আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষণা করেন৷ কেন কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ৷ শ্রীময়ীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে আবাসনের
নিরাপত্তারক্ষীদেরকেও৷ শ্রীময়ীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তা খতিয়ে দেখছে পুলিশ৷এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানান, “পুলিশ ঘটনার তদন্ত করছে৷ সব দিকই খতিয়ে দেখা হবে।” ২৭ নম্বর ওয়ার্ড পুরপিতা ও রাজপুর সোনারপুর পুরসভার পুর পারিষদ সদস্য নজরুল আলি মণ্ডল জানান, “স্থানীয় মানুষদের থেকে আমি খবর পাই যে এরকম একটি ঘটনা ঘটেছে। তারপরেই আমি আসি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। হয়ত পারিবারিক বা ব্যক্তিগত কোনও সমস্যার মধ্যে ছিলেন। সব দিক দিয়ে ওই পরিবারের পাশে থাকার চেষ্টা করব।”
Hindustan TV Bangla Bengali News Portal