দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতায় ডেঙ্গু নিয়ে বেশ চিন্তিত পুরসভা। এখন কয়েকটি জেলাতেও এই ডেঙ্গু রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। কলকাতার সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু নিয়ে মানুষ ভর্তি হচ্ছেন। এমনকী ডেঙ্গুতে মানুষের মারা যাওয়ার খবরও আগে পাওয়া গিয়েছিল। যা নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা। তবে দেশের বড় বড় শহরে মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এবার নয়া দিগন্ত খুলে যেতে চলেছে। কারণ বিজ্ঞানীদের লাগাতার চেষ্টায় এবার বাজারে আসতে চলছে ডেঙ্গুর ভ্যাকসিন।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)- এর সহযোগিতায় ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে প্যানাসিয়া বায়োটেক সংস্থা।
ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন করা হয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা কয়েক মাসের মধ্যে শুরু হতে পারে বলে জানা গিয়েছে। ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলে বাজারে আসবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আইসিএমআর এর কমিউনিকেবল ডিজিজেস বিভাগের প্রধান ডাঃ নিবেদিতা গুপ্ত জানিয়েছেন প্যানাসিয়া বায়োটেকের ভ্যাকসিনটি তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে ডিজিসিআই (DCGI) | কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যানে দাবি করা হয়েছে, দেশের মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। আর দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশ। ২০২২ সালে পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৬৭ হাজার ২৭১ জন। তার মধ্যে মারা যায় ৩০ জন। সেখানে এই টিকা বা ভ্যাকসিন অত্যন্ত প্রাসঙ্গিক। অন্যদিকে এই ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই–কে আইসিএমআরের ডিরেক্টর ডঃ রাজীব বহল বলেন, ‘ট্রায়াল চলছে। আমরা কোম্পানির পণ্যটি তৈরি করার জন্য অপেক্ষা করছি। তিন মাসের বেশি সময় লাগতে পারে। তখন তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হতে পারে।’ এই টিকা ১৮ থেকে ৮০ বছর বয়সী ১০,৩৩৫ জন সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর ট্রায়াল হবে।