প্রসেনজিৎ ধর,কলকাতা :- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, শনিবার সকাল ১১টার মধ্যে কলকাতার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অভিষেককে। সেক্ষেত্রে তৃণমূলে নবজোয়ার যাত্রা স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় রাতেই ফিরতে পারেন তিনি।শুক্রবার কলকাতা হাই কোর্টে পিছিয়ে গিয়েছে মামলা। আর তার কয়েক ঘণ্টা পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল সিবিআই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে তাঁকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নোটিস পাওয়ার পেতেই নবজোয়ার কর্মসূচি থামিয়ে আজই কলকাতা ফিরছেন অভিষেক।প্রত্যাশা মতোই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস দিল সিবিআই। তাঁকে শনিবার সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
নোটিস পেতেই নবজোয়ার যাত্রা আপাতত স্থগিত ঘোষণা করে কলকাতায় ফিরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি আজই কলকাতায় ফিরে আসছেন। এসে কাল সকাল ১১টায় নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দেবেন।বৃহস্পতিবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেককে। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেককে নোটিস ধরাল সিবিআই। এর আগে কয়লা পাচার মামলায় ইডি নোটিস দিয়েছিল অভিষেককে। নোটিস পেয়ে ইডি দফতরেও হাজিরাও দেন তিনি। কিন্তু এই প্রথম তাঁকে নোটিস দিল সিবিআই। এবার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।অভিষেক টুইটে লেখেন, “সিবিআইয়ের নোটিস পেয়েছি। আগামিকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের আগাম নোটিস না দিলেও আমি অবশ্যই হাজিরা দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। বাঁকুড়ার যে এলাকায় কর্মসূচি স্থগিত করা হচ্ছে, সেখান থেকেই আগামী ২২ এপ্রিল ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হবে। আরও উদ্যম নিয়ে আমি বাংলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব।”