প্রসেনজিৎ ধর, হুগলি :- আইসিএসই, আইএসসির ফলপ্রকাশ হয়েছে কয়েক দিন আগে |তমোঘ্ন চৌধুরী, স্বপ্ননীল দত্ত আইএসসি পরীক্ষায় যথাক্রমে 98.5%ও 96.5% নম্বর ওদের ঝুলিতে | দুজনেরই স্কুল ডন বসকো ব্যান্ডেল | তমোঘ্নর বাড়ি চন্দননগরে,অন্যদিকে স্বপ্ননীলের বাড়ী ব্যান্ডেলে | দেশের হয়ে কাজ করতে চায় ওরা | তবে পথটা ওদের আর পাঁচ জনের থেকে একটু আলাদা | ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায় না, ওরা কেউ চায় কূটনীতিবিদ হতে কেউ বা অর্থনীতিবিদ | দুজনেই আইসিএসই-এর পর পড়াশোনা করছে কলা বিভাগ |আইসিএসই-তে ভালো রেজাল্ট এর পর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেনি দুজনের কেউ,আর সেই জন্যই বারংবার পড়েছে নানা প্রশ্নের মুখে | যুদ্ধ, চায় না স্বপ্ননীল, চায় দেশের হয়ে কূটনীতিবিদ হয়ে আন্তর্জাতিক শান্তি ফেরাতে | তাই পড়াশোনার পাশাপাশি একটার পর একটা MUN (model united nations ) ও বিতর্ক প্রতিযোগিতায় সাফল্য তার| এছাড়া বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক আইন নিয়ে গবেষণামূলক কাজেও নিজেকে নিমগ্ন করেছে স্বপ্ননীল |
অন্যদিকে ছোট্ট থেকে মেধাবী ছাত্র তমোঘ্ন নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা করে প্রতিনিয়ত অর্থনীতি নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে সে | দেশের অর্থনৈতিক অবস্থান ও গরীব মানুষের উন্নতির কাজে নিজেকে সমর্পিত করতে চায় সে | এছাড়াও বই পড়া গান শোনা শখ তার।আগামীর পথ ধরে দুজনেই চায় দেশের কাজে নিজেদের নিয়োজিত করতে, তা কূটনীতিই হোক বা অর্থনীতি মনে এই বিশ্বাস জগৎ সভায় শ্রেষ্ট আসনে থাকবে তাদের দেশ |
Hindustan TV Bangla Bengali News Portal