দেবরীনা মণ্ডল সাহা :- বিনোদন জগতে পরপর দুঃসংবাদ। প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতিশ পাণ্ডে। মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত নীতিশ পাণ্ডের। নাসিকের কাছে ইগতপুরিতে কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া।নীতিশের শ্যালক সিদ্ধার্থ নগর সোশ্যাল মিডিয়ায় অভিনেতার প্রয়াণের খবর জানিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড়পর্দায়ও সমান তালে অভিনয় করেছিলেন নীতিশ, ‘ওম শান্তি ওম, দাবাং ২, খোসলা কা ঘোসলার মতো জনপ্রিয় ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। আদিত্য সিং রাজপুত ও বৈভবী উপাধ্যায়ের পর এবার মৃত্যু হল হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডের। বয়স হয়েছিল ৫১ বছর। রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন নীতেশ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রে নাসিকের ইগতপুরী অঞ্চলে শুটিং ছিল অভিনেতার। সেখানেই হোটেল রুম থেকে উদ্ধার হয় তাঁর দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ নিশ্চিত হবেন তারা। ইতিমধ্যেই পুলিশের একটি দল ওই হোটেলে পৌঁছে গিয়েছে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি রয়েছে পুলিশের তরফে। তাঁর মৃত্যুতে টেলিভিশনে জগতে নেমে এসেছে শোকের ছায়া। তিন দিনের মধ্যে তিন জনের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া।নীতেশের মৃত্যু নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকেও এক বিবৃতি দেওয়া হয়েছে। নীতেশের শ্যালক প্রযোজক সিদ্ধার্থ নাগার সংবাদমাধ্যমকে বলেন, “ঠিকই শুনেছেন। আমার জানামিবাবু আর নেই। আমার দিদি ভেঙে পড়েছে। নীতেশের বাবা ইতিমধ্যেই স্টুডিয়োতে গিয়েছেন। বিকেলের মধ্যে ফিরে আসবেন। কী বলব বুঝতে পারছি না। অর্পিতার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই।” তিনি যোগ করেন, “ওর হৃদরোগের সমস্যা ছিল না। নীতেশ আমার থেকে বয়সে ছোট। হঠাৎ কেন এমন হল আমরা সত্যিই বুঝতে পারছি না। সম্পূর্ণভাবে দিশাহীন আমরা।”১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত নীতেশ পাণ্ডে। ১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। ‘মঞ্জিলে আপানি’, ‘অস্তিত্ব… এক প্রেম কাহানি’, ‘সায়া’, ‘জুস্তজু’ এবং ‘দুর্গেশ নন্দিনি’র মতো ধারাবাহিকে কাজ করেছেন। ‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।’ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ পাণ্ডে। প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা।