দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অভিষেক জাতীয় সড়কে মিছিল করেছেন, অনুমতি ছাড়াই।সেই অভিযোগ তুলেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে জনসংযোগ কর্মসূচি, তৃণমূলের নবজোয়ারে| রাজ্যের জেলায় জেলায় ঘুরছেন অভিষেক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানছেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। বিজেপির অভিযোগ কর্মসূচির মাঝে জাতীয় সড়ক আটকে মিছিল করেছেন অভিষেক। আজ, বৃহস্পতিবার এই জনস্বার্থ মামলা দায়ের হল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুভেন্দুর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করেন। মে মাসে ইটাহার এবং ফরাক্কার জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ বিরোধী দলনেতার। শুভেন্দুর আইনজীবীর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না।
তাই এমন মামলা।তৃণমূলের নবজোয়ার কর্মসূচি ৩০ দিন পার করেছে। এর মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান পেরিয়ে পুরুলিয়া পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলায়-জেলায় জনসংযোগ, মিছিল, পদযাত্রা, জনসভা করছেন তিনি। এর মধ্য়েই দুই জেলায় রাজনৈতিক কর্মসূচি করার ক্ষেত্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠল অভিষেকের বিরুদ্ধে। আর তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অভিযোগ, উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২০ সালে শাহিনবাগ মামলায় সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে জাতীয় সড়ক, সার্বজনিক স্থান আটকে মিটিং-মিছিল করা যাবে না। এর জন্য প্রশাসনিক অনুমতি নিয়ে নির্দিষ্ট স্থানে সভা-সমিতি করতে হবে। যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়। রাজ্য়ের বিরোধী দলনেতার অভিযোগ এই নিয়ম ভেঙেছেন অভিষেক। বিনা অনুমতিতে মিছিল করেছেন। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।মামলার শুনানি আগামী ৭ জুন।