প্রসেনজিৎ ধর, কলকাতা :- জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজারদর। মাছ থেকে মাংস, ফল থেকে সবজি সবেরই দাম বেশ চড়া। জামাইষ্ঠীতে এককথায় আগুনে বাজার। জামাইষষ্ঠীর সকালে বাজারে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মধ্যবিত্ত বাঙালি। প্রতি বারের চেনা ছবির বদল হল না এবারেও। জামাইষষ্ঠীতে বাজার দরে আগুন। শহর থেকে জেলা, একই ছবি সর্বত্র।বৃহস্পতিবার সকালে বাজারে ঢুঁ মেরে দেখা গেল খাসির মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা প্রতি কেজি। ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১৬০০ টাকায়। চারশো-পাঁচশো গ্রামের ইলিশ মিলছে হাজারের মধ্যে। এক কেজি ওজনের বেশি ইলিশের দাম দেড় থেকে দু-হাজার টাকা। পাশাপাশি গলদা চিংড়ি ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ছোট ও মাঝারি আকারের চিংড়ির দাম ৮০০-১০০০ টাকা কেজি। পাবদার দাম ৪০০ টাকা। রুইয়ের প্রতি কেজির দাম ২২০ টাকা। গত সপ্তাহেই চিকেনের দাম ২১০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল। কিন্তু জামাইষষ্ঠীর বাজারে বুধবার রাত থেকেই চিকেন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কোথাও আবার সুযোগ বুঝে দোকানিরা দাম হাঁকাচ্ছে ২৫০ টাকাও।শুধু মাছ মাংস নয়, ষষ্ঠীর বাজারে দাম বেড়েছে ফলেরও। এদিন আম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লিচু প্রতি কেজিতে দাম রয়েছে ১০০ থেকে ১২০ টাকা।জামাইষষ্ঠীতে ফল বাজারও মহার্ঘ্য হয়ে উঠেছে। আম, লিচু, তালশাঁস সবের দামই আকাঁশছোঁয়া। জামাইষষ্ঠী উপলক্ষে সবজির বাজার যেন সবথেকে বেশি চড়া। পটলের কেজি কয়েকদিন আগেই ছিল ৪০ টাকা। কিন্তু সেই দাম বেড়ে এখন হয়েছে ৫০ টাকা প্রতি কেজি। ঢেঁড়সের ক্ষেত্রেও একই অবস্থা। মাস খানেক আগে ঢেঁড়সের প্রতি কেজির দাম হয়েছিল ৮০টাকা। সেই দাম গত ১৫ দিন আগে নেমে হয়েছিল ৪০ টাকাতে। এখন দাম ফের একবার বেরে ৫০ টাকা প্রতি কেজি হয়ে গিয়েছে।