প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের মেট্রোয় আত্মহত্যা। কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। যার জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রইল মেট্রো পরিষেবা। অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ যাত্রীদের। বৃহস্পতিবার সকালের এই ঘটনার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, এর ফলে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো আংশিকভাবে চালানো হয়। আবার কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা চলে। তবে মাঝে সেই সময় প্রায় দেড় ঘণ্টা ময়দান থেকে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।কালীঘাট মেট্রো স্টেশন থেকে লাইনে মরণঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।
মেট্রো কর্মীদের তৎপরতা দেখা গেলেও ওই ব্যক্তিকে প্রাণে বাঁচানো যায়নি। আজ, বৃহস্পতিবার সকালে তার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। জানানো হয়েছে, সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পরিষেবা ফের চালু করা হয়েছে। মৃত ব্যক্তি একজন পুরুষ। উল্লেখ্য, বৃহস্পতিবার এই ঘটনার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়। অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা।অন্যদিকে এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রূপায়ন মিত্র বলেন, ‘আজ সকাল ১০টা ২০ মিনিটে এক ব্যক্তি কালীঘাট মেট্রো স্টেশনে এসে লাইনে ঝাঁপ দেন। তখনই পাওয়ার ব্লক করে তাঁকে উদ্ধার করা হয়। তখন স্টেশনে ট্রেন ঢুকছিল। তবে ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি। মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলছিল। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলছে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়। তবে এখন ১১টা ২০ মিনিট থেকে মেট্রো চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।’