দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশ| কোচবিহারের শীতলকুচিতে দুষ্কৃতী ডেরায় অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হলেন কয়েকজন পুলিশকর্মী। তবে ফেরার মূল অভিযুক্ত। তার স্ত্রী এবং মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে পেশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে পারে পুলিশ প্রশাসন। মূল অভিযুক্তের খোঁজে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু হয়েছে।ঘটনা বুধবার রাতের। শীতলকুচি থানা এলাকার আজিজুল মিঞা নামে এক দুষ্কৃতীর খোঁজে গ্রামে তল্লাশি চালায় পুলিশের একটি দল।
আজিজুল অস্ত্র আইনে অভিযুক্ত। সে গ্রামে ঘাঁটি গেড়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু আগে থেকে কোনওভাবে সেই খবর কানে গিয়েছিল আজিজুলের। পুলিশ গ্রামে পা রাখা মাত্র তারা ডেরা থেকে পালিয়ে যায় আজিজুল। পুলিশের অভিযোগ, পালানোর সময়েই সে এবং তার এক সঙ্গী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি চালায়।পুলিশ এসেছে বুঝে বাড়ির পিছন দিক থেকে পালানোর চেষ্টা করে আজিজুল। পুলিশকর্মীরা তাঁর ধাওয়া করলে তাঁদের লক্ষ্য করে তিনি চার রাউন্ড গুলি চালান বলে অভিযোগ। আত্মরক্ষায় পুলিশ ৬ রাউন্ড গুলি চালায়। কিন্তু আজিজুলকে রুখতে পারেনি। এর পর পুলিশকর্মীরা আজিজুলের বাড়িতে হানা দিলে অভিযুক্ত স্ত্রী এবং মেয়ে পুলিশের উপর আক্রমণ করেন বলে অভিযোগ। তাদের হামলায় একজন পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশ অভিযুক্তের স্ত্রী এবং মেয়েকে আটক করেছে।বৃহস্পতিবার ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মাসহ পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।