দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে সিবিআইয়ের কোনও বাধা নেই। শুক্রবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে অভিষেককে বিচারপতি অমৃতা সিনহার ২৫ লক্ষ টাকা জরিমানায় নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই। এই সময়ের মধ্যে সিবিআই কিংবা ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি সুপ্রিম কোর্টে মঞ্জুর করা হয়নি। গত শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। তার আগেই অবশ্য এজেন্সিকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিল। এরপরই তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের অবকাশকালীন বেঞ্চে আর্জি জানান।শুক্রবার সেই শুনানিতে অভিষেকের অস্বস্তি বহাল রইল। জিজ্ঞাসাবাদ করা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তদন্ত যেমন চলছে চলবে, জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ নয় বলেই এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম-নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কার্যত, কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। দেওয়া হল না কোনও রক্ষাকবচ। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নোটিস জারি করে সবপক্ষের জবাব তলব করা হয়েছে। আগামী ১০ জুলাই ফের এই মামলার শুনানি।