প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিবিআই আগেই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। কালীঘাটের কাকুকে এবার ইডি তলব করল। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে এবার ডেকে পাঠাল ইডি। সূত্রের খবর, আগামী ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে ডাকা হয়েছে ইডির দফতরে। কয়েকদিন আগে কালীঘাটের কাকুর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন কিছু নথিও হাতে আসে। সেই নথির ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদ করতেই এবার তাঁকে ডেকে পাঠাল ইডি।নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন |
দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ। এরপরই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয়কৃষ্ণ |এদিকে ঠিক পাঁচদিন আগে শনিবার বেহালায় সুজয়কৃষ্ণের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তখন দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবার সেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ইডি সূত্রে খবর, আগামী মঙ্গলবার (৩০ মে) তাদের দফতরে সুজয়কে ডেকে পাঠানো হয়েছে। তলবের নোটিশ ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের কাছে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal