Breaking News

দলীয় ভোটে পুলিশ কেন? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিরোধী দলনেতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দলীয় ভোটে পুলিশ ব্যবহার, মামলা করলেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েতে কাকে প্রার্থী দেখতে চান এলাকার মানুষ তা জানতে জায়গায় জায়গায় ভোটের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। ভোটের আয়োজন করেছে রাজ্যের একটি আঞ্চলিক দল। মোতায়েন করা হয়েছিল অনেক পুলিশ ।

পুলিশ ব্যবহারের জন্য কি সরকারি খাতে টাকা জমা করেছে ওই দল (তৃণমূল)? ডিজিকে চিঠি দিয়ে জানতে চেয়ে উত্তর পাননি রাজ্যের বিরোধী দলনেতা। এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী।উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে এর আগে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও চিঠি লিখেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর বক্তব্য, সেই প্রশ্নের কোনও উত্তর পাননি তিনি। এমন অবস্থায় তাই এবার বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা।এর আগে রাজ্য পুলিশের ডিজিকে তিনি যে চিঠি লিখেছিলেন সেখানে শুভেন্দুর মূল বক্তব্য ছিল, এই প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে ‘পাবলিক ইন্টারেস্টের’ যোগ নেই। তাহলে কেন সেখানে পুলিশ মোতায়েন করা হল? আইনগতভাবে এমন কোনও বিধান আছে কি না, সেই বিষয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। ডিজির কাছে অনুরোধ করেছিলেন, যদি এমন কোনও আইন বা নিয়ম থাকে, তাহলে সেই বিষয়টি যেন ডিজিপির অফিস থেকে তাঁকে জানানো হয়। শুধু তাই নয়, রাজ্যের এই পুলিশ বাহিনী যে সরকারি টাকায় গঠিত, সেই কথাও ওইদিনের চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু শুভেন্দুর দাবি, সেই চিঠির কোনও উত্তর পাননি তিনি এবং সেই কারণে এবার তিনি হাইকোর্টে এই নিয়ে মামলা করলেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *