দেবরীনা মণ্ডল সাহা :- শেওড়াফুলি-তারকেশ্বর শাখার নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ। টানা ১৪ ঘণ্টা এই লাইনে বন্ধ থাকবে ট্রেন চলাচল। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত বিঘ্নিত হবে ট্রেন চলাচল।বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, শেওড়াফুলি ও তারকেশ্বরের মাঝে রেললাইনে কাজ হবে। যার জেরে শেওড়াফুলি-দিয়ারার মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যার জেরে বিঘ্নিত হবে ট্রেন চলাচল। শনিবার রাতে হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে ৯টা ৫ মিনিটে।। আবার রবিবার তারকেশ্বর থেকে হাওড়ায় আসার প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ২৫ মিনিটে।এদিকে আজ–কাল হাওড়া–তারকেশ্বর শাখায় বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া–তারকেশ্বর শাখায় শেওড়াফুলি এবং দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে। তাই ট্রেন চালানো সম্ভব নয়। আজ রাত সাড়ে ১০টা থেকে আগামীকাল বেলা ১২টা ৫৫ পর্যন্ত পাওয়ার এবং ট্রাফিক ব্লক থাকবে।
একইসঙ্গে সঙ্গে শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে।অন্যদিকে এই কাজের কারণে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ ট্রেন বাতিল করা হয়েছে। আবার গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও যাত্রী দুর্ভোগ কমাতে রবিবার সিঙ্গুর–তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শেওড়াফুলি এবং দিয়ারা স্টেশনের মাঝে মেরামতির কাজ করবে রেল।শনিবার সকাল থেকেই এই নিয়ে মাইকের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে সিঙ্গুর রেল স্টেশনে। তখন থেকেই বাড়তে পারে যাত্রী হয়রানি বলে আশঙ্কা করছেন মানুষজন। এই শাখার একাধিক স্টেশনে রেলের পক্ষ থেকে নোটিশ লাগানো হয়েছে যাত্রীদের ওয়াকিবহাল করার জন্য। রবিবার ব্লক উঠে যাবার পরে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। হাওড়া–তারকেশ্বর শাখায় শেওড়াফুলি এবং দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানোর কাজ করবে রেল কর্তৃপক্ষ। তাই আজ শনিবার রাত থেকে আগামীকাল রবিবার দুপুর পর্যন্ত শেওড়াফুলি–দিয়ারা স্টেশনের মধ্যে ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।জানা গিয়েছে, ২৭ তারিখ হাওড়া থেকে তারকেশ্বরগামী ৩টি ইএমইউ বাতিল হয়েছে। গোঘাটের একটি ট্রেন বাতিল হয়েছে। ২৮ তারিখ হাওড়া থেকে ছাড়া ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। শেওড়াফুলি থেকে ২টি, তারকেশ্বরের ১৩টি, আরামবাগের তিনটি, গোঘাটের তিনটি, সিঙ্গুর ও হরিপালের ২টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে নিত্যযাত্রীদের সমস্যার সমাধানে বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে পূর্ব রেল।