প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস। বাইরন বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দোপাধ্যায় | মঙ্গলবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, বাইরন বিশ্বাস যেমন তৃণমূলে এসেছেন। ঠিক তেমনি একে একে সবাই তৃণমূলে আসবেন। যদিও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে করা প্রশ্নের জবাবে এদিন চুপই ছিলেন পার্থ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়-সহ সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে তৃণমূল প্রাক্তন মহাসচিবকে প্রশ্ন করা হয়, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এই বিষয়ে কী বলবেন?’ উত্তরে পার্থ বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’প্রসঙ্গত, মুর্শিদাবাদের সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। এর ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিলেন তিনি। এই প্রথমবার নয়, একাধিকবার ক্যামেরার সামনে দলের হয়ে ব্যাট ধরেছেন এই বহিষ্কৃত নেতা। কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন তো কখনও দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। এদিনও যেমন তৃণমূলের প্রতি আস্থা প্রকাশ করলেন তিনি।অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীর দুর্নীতির সব দায় তাঁর উপর চাপানো ও তাঁকে দোষারোপ নিয়ে এদিন কোনও মন্তব্য করেননি পার্থ চট্টোপাধ্যায়|
নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছিল তৃণমূল। গ্রেফতারির পরপরই বৈঠকে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই বৈঠকে সিদ্ধান্তের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের সব পদ থেকে তাঁকে সরানো হল।’
Hindustan TV Bangla Bengali News Portal