Breaking News

পুরসভাগুলিতে নিয়োগ হয়েছে কেমন করে?‌জানতে চেয়ে রাজ্যের ২ দফতরকে চিঠি ইডির!

দেবরীনা মণ্ডল সাহা :- একাধিক পুরসভায় নিয়োগ প্রক্রিয়া কেমন করে হয়েছে?‌ এই প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে প্রথমবার রাজ্যের দুই দফতরকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। গত ৮ বছরে কেমনভাবে নিয়োগ হয়েছে পুরসভাগুলিতে? কারা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেছে? এইসব প্রশ্ন তুলেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে। এইসব প্রশ্নের উত্তর উল্লেখ করে রিপোর্ট পেলে অয়ন শীলের অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং পুর নগরোন্নয়ন দফতরকে চিঠি দিল ইডি।পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সেই তদন্তে স্বার্থে এবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং মিউনিসিপ্যাল সার্ভিসকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২০১২ সালের পর থেকে পুরসভায় নিয়োগের প্রক্রিয়ার দায়িত্বে ছিল এই মিউনিসিপ্যাল সার্ভিস দপ্তর। জানতে চাওয়া হয়েছে, ২০১৭ সাল থেক পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে? কারা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল? কোন কোন সংস্থা টেন্ডারের মাধ্যমে দায়িত্ব পেয়েছিল? কারা চাকরি পেয়েছে? সূত্রের খবর, এই রিপোর্ট পেলে অয়ন শীলে সল্টলেকের ফ্ল্যাট থেকে পাওয়া পুর নিয়োগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। দিন কয়েক আগে চিঠি দেওয়া হলেও এখনও কোনও রিপোর্ট মেলেনি বলেই খবর |
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *