দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রবিবার শিয়ালদহ শাখায় বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। কারণ সেদিন কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা রয়েছে। তাই যাতায়াতে যাতে অসুবিধা না হয় তাই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। এদিন পরীক্ষার্থী যাতায়াত করার জন্য যাত্রী সংখ্যাও বেশি হবে বলে মনে করছে রেল। এসব কথা মাথায় রেখে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনের পরিষেবার কোনওরকম হেরফের হচ্ছে না। আপাতত রবিবারের মতো চলবে বলেই রেল জানিয়েছে।দুই ডিভিশনের দুই ব্যবস্থায় বেজায় চটেছেন হাওড়া ডিভিশনের পরীক্ষার্থীরা।
তাদের দাবি, সেদিন শিয়ালদহের মতো হাওড়াতেও বাড়তি পরিষেবা দিতে হবে। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পুলিশ বিভাগ থেকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য শিয়ালদহ ডিভিশনেই অন্যদিনের মতো ট্রেন চাওয়া হয়েছে। তাই আবেদন মঞ্জুর হয়েছে। হাওড়া ডিভিশনের কোনও দাবি না থাকায় ট্রেন চলাচল বাড়ানো হয়নি। রবিবার ওই ডিভিশনে প্রায় পঁচিশ শতাংশ ট্রেন কম চলে বলে জানা গিয়েছে। তবে পরীক্ষার্থীদের দাবি হাওড়া ডিভিশনে ট্রেন বাড়ানো না হলে সমস্যা হবে যথেষ্টই।কয়েকদিন আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে শূন্যপদে নিয়োগের নির্দেশ দেন। তারপরই শুরু হয় প্রস্তুতি। কলকাতা পুলিশে এখন শূন্যপদের সংখ্যা ১০ হাজার বা তার বেশি। সার্জেন্ট, সাব ইন্সপেক্টর, কনস্টেবল –সহ একাধিক পদ এখন ফাঁকা রয়েছে। বাংলার ছেলে–মেয়েরা যাতে দ্রুত সেখানে চাকরি পান তার জন্য উদ্যোগ নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ জুন কনস্টেবল পদে নিয়োগের জন্য পরীক্ষা হবে। এবার বাড়ানো হয়েছে মহিলা কনস্টেবলের পদও।
Hindustan TV Bangla Bengali News Portal