Breaking News

ওয়ান্টস জাস্টিস ব্যানার নিয়ে কুস্তিগীরদের সমর্থনে কলকাতায় মিছিলে মমতার সঙ্গে বিভিন্ন স্তরের খেলোয়াড়রা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ স্মরণ সিংয়ের অপসারণ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের তাবর পদকজয়ী কুস্তিগীরেরা। কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত হামলার পরেও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন তাঁরা। তাকে সমর্থন করে শহরে খেলোয়াড়দের নিয়ে মিছিলে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার মিছিলে হাঁটলেন রাজ্যের বিভিন্ন স্তরের খেলোয়াড়রা। মুখ্যমন্ত্রীর হাতে ছিল উই ওয়ান্টস জাস্টিস ব্যানার।গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ড ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন শুরু করেছিলেন জাতীয় কুস্তিগীররা।সেই আন্দোলনকে সমর্থন করেই বুধবার শহরের বুকে আয়োজিত প্রতিবাদ মিছিলে বাংলার জাতীয় খেলোয়াড়দের পাশাপাশি পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসান্ত বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকার, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, বিধায়ক বিদেশ বসু,প্রাক্তন ক্রিকেটার সম্বরন বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারিরা ।উল্লেখ্য, কুস্তিগীরদের সমর্থনে মুখ্যমন্ত্রী যে বুধবারের মিছিলে পা মেলাবেন তা গত মঙ্গলবারই জানিয়েছিলেন। সেই মতো বুধবার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে পা মেলান তিনি। তাঁর হাতে ছিল উই ওয়ান্টস জাস্টিস ব্যানার। মিছিলের শেষে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তোপ দাগেন কেন্দ্রীয় সরকারকে। বলেন যাঁরা আমাদের দেশের জন্য লড়াই করে পদক জয় করে এনেছেন, তাঁরা রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন করছেন, পুলিশ তাঁদের ওপর নির্মম অত্যাচার করছে, বাধ্য হয়ে তাঁরা পদক গঙ্গায় বিসর্জন দিতে চাইছেন, এর থেকে লজ্জার জিনিস আর কি হতে পারে। আগামীকাল গোষ্ঠপাল মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়েও প্রতিবাদ জানানো হবে বলে মুখ্যমন্ত্রী বুধবারের মিছিল শেষে ঘোষণা করেন।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *