দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :-আজ দার্জিলিং পৌঁছনোর কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের |
তবে শেষ মুহূর্তে জানা গিয়েছে যাচ্ছেন না তিনি। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বাতিল করেছেন তাঁর পাহাড় সফর।বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সরকারি পরিসংখ্যানে প্রাণ গিয়েছে ২৮৮ জনের। আহত হাজারের বেশি। নিহতদের প্রত্যেকের দেহ এখনও বাড়িতে পৌঁছনো যায়নি। সেই কাজকে অগ্রাধিকার দিতেই সিদ্ধান্ত। নিহত ও আহতদের মধ্যে অনেকেই বাংলার বাসিন্দা। নিহত অনেককে এখনও শনাক্ত করা যায়নি। নিখোঁজদের তালিকা তৈরি করে নিহতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই কাজের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
যার তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এছাড়াও দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বন্দোবস্ত করার কাজকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই আপাতত তিন দিনের জেলা সফরের বদলে এই কাজগুলোকেই অগ্রাধিকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সে জন্যই দার্জিলিং সফর বাতিল করলেন মমতা। আপাতত কলকাতাতেই থাকছেন মুখ্যমন্ত্রী।ফের করে পাহাড় সফরে যাবেন মুখ্যমন্ত্রী। সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। সোমবার বাগডোগরা হয়ে দার্জিলিং যাওয়ার সূচি ছিল মুখ্যন্ত্রীর। এই সফরে একাধিক কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যার মধ্যে পাহাড়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, পাহাড়ের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার, শিল্প সম্মেলন। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার বিষয়টিকে আগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু আপাতত সে সবই স্থগিত রাখা হয়েছে।