প্রসেনজিৎ ধর,কলকাতা :- কয়লা পাচার মামলায় গত মাসেই স্বস্তি পেয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছিলেন দিল্লি হাইকোর্ট। আগামী ১০ মে পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, এমনটাই জানিয়েছিল দিল্লি হাইকোর্ট। কিন্তু এবার ফের একবার তাঁকে ডেকে পাঠাল ইডি। আগামী ৮ জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। ঠিক তার পরেই কয়লা পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে হাজিরার নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আগামী ১৯ জুন নয়াদিল্লির ইডি সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে আইনমন্ত্রীকে। এই পর পর তলব নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ইডি সূত্রে খবর, মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করার জন্য আগে সুপ্রিম কোর্ট তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল, রাজ্যের আইনমন্ত্রীকে তলব করার অন্তত ১৫ দিন আগে নোটিশ পাঠাতে হবে। এখন দেখা যাচ্ছে, সেই মতোই হাতে সময় নিয়েই তাঁকে ডাকা হয়েছে। তবে ইডি’র পক্ষ থেকে দু’টি ই–মেল পাঠানোর পর মলয় ঘটক তাঁদের জানান, ১৯ জুন থেকে যে সপ্তাহটি শুরু হচ্ছে সেই সপ্তাহে তাঁর হাজিরা দিতে কোনও অসুবিধা নেই। তারপরই মলয় ঘটককে ১৯ জুনই নয়াদিল্লিতে ডেকে পাঠানো হল বলে সূত্রের খবর।এই কয়লা পাচার মামলা দীর্ঘদিন ধরেই চলছে। এর আগে কয়লা পাচার মামলার তদন্তে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তাঁরা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়ি এবং পৈতৃক বাড়িতে হানা দিয়েছিলেন। কিন্তু খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। তারপরও নানা সময় তলব করা হয়েছিল। যাতে সাড়া দেননি মলয় ঘটক। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে তলায় মলয় ঘটক থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। এবার তাঁকে নয়াদিল্লিতে তলব করল ইডি।