দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য সন্তানদের নিয়ে দমদম বিমানবন্দরে পৌঁছেছিলেন রুজিরা বন্দোপাধ্যায়। তবে অভিবাসন অফিসাররা তাঁকে আটকান। দুবাইগামী বিমানে আর উঠতে পারেননি রুজিরা। অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জানান যে তাঁর বিরুদ্ধে নাকি ইডির ‘লুক-আউট’ নোটিশ জারি করা হয়েছে। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। কারণ এর আগে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশ ভ্রমণে কোনও বাধা নেই। আর এরই মধ্যে জানা গেল যে রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করছে ইডি।এর আগেও কয়লা পাচার মামলায় গত বছর জুন মাসে অভিষেক পত্নী রুজিরাকে তলব করেছিল ইডি। সন্তানকে কোলে নিয়ে সে সময় হাজিরাও দিয়েছিলেন তিনি। টানা ৬ ঘণ্টা জেরা করা হয়েছিল। এবার ফের সিজিওতে ডাকা হল রুজিরাকে। ইতিমধ্যে তদন্তকারী সংস্থার তরফে সমন পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে দাবি।প্রসঙ্গত, এর আগেও কয়লা পাচারকাণ্ডে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারীদের জেরার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।
বিদেশ যাত্রায় বাধার পরই কয়লা পাচার মামলায় রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব ইডির!চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ
Video Player
এরই মাঝে ইডির বিরুদ্ধে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায় মামলাও করেন। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যে রুজিরার বিদেশযাত্রায় কোনও বাধা নেই। তবে আজ রুজিরাকে দুবাই যাওয়া থেকে আটকায় ইমিগ্রেশন অফিসাররা। এদিকে স্ত্রীকে বিমানবন্দরে আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে জানা গিয়েছে।সূত্রের খবর, কিছু দিন আগে দিল্লি থেকে শহরে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। কলকাতার অফিসারদের সঙ্গে কয়লা পাচার তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তখনই অভিষেক পত্নীকে ফের ডাকা হবে, এমনটা ঠিক হয়। সেই মতো সোমবার তাঁকে সমন পাঠাল ইডি। উল্লেখ্য়, এদিন দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দপ্তর। দপ্তরের আধিকারিকরা তাঁকে আটকায় বলে অভিযোগ। বিদেশ যাওয়া যাবে না বলে জানানো হয় রুজিরাকে। যদিও এর আগে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশযাত্রায় কোনও বাধা নেই বলে জানিয়েছিল।00:00
00:00
Video Player
00:00
00:00