Breaking News

বাইরনের বিধায়ক পদ বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূলে যোগ দেওয়া বাইরন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি দায়ের করেছেন হাইকোর্টের আইনজীবী সৌম্যশুভ্র রায়। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।মার্চ মাসে সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তার তিনমাসের মধ্যে, মে মাসের শেষে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দেন তৃণমূলে।

যৌথ সাংবাদিক বৈঠক করে বায়রন জানান, সাগরদিঘির উন্নয়ন করাই তাঁর মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। সেই কারণে দলবদল করলেন। বাইরন এও বলেন, তাঁর জয়ের পিছনে কংগ্রেসের কোনও ভূমিকা নেই।বাইরন তৃণমূলে যোগদানের পরই নানা মহল থেকে দাবি উঠছিল, তাঁর বিধায়ক পদ বাতিল করা হোক। আইনজীবী সৌম্যশুভ্র বিশ্বাস এর আগে বিধানসভার স্পিকারকে চিঠি লিখেছিলেন। তার কোনও জবাব না পেয়ে এবার উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।আইনজীবী সৌম্যশুভ্র রায় এর আগে সাগারদিঘির বিধায়কের পদ খারিজ নিয়ে নির্বাচন কমিশন ও বিধানসভার অধ্যক্ষকে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে আইনজীবীর বক্তব্য ছিল, দলবদলের পর বিধায়ক পদও যেন বাতিল করা হয় তাঁর। চিঠির উত্তর না পেলে মামলা করবেন বলেও জানিয়েছিলেন আইনজীবী সৌম্যশুভ্র। সূত্রের খবর, নির্বাচন কমিশন ও অধ্যক্ষের তরফ থেকে সেইমতো উত্তর না মেলায় আদালতের দ্বারস্থ হন সৌম্যশুভ্র।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *