প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার কি ইডি- সিবিআই বাথরুমেও ঢুকবে? বিস্ফোরক হয়ে এমনই প্রশ্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে কলকাতা সহ রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভা সহ একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। সেই প্রসঙ্গেই বিস্ফোরক হন মুখ্যমন্ত্রী। সিবিআইকে কাজে লাগিয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার প্রকৃত তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বুধবার ট্রেন দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারের হাতে চেক বিলির পর বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বহু পুরসভায় সিবিআই হানা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন। “এবার কি সিবিআই বাথরুমে ঢুকবে?”, খোঁচা রাজ্যের মু্খ্যমন্ত্রীর। সিবিআই তদন্তের নামে ট্রেন দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করে মমতা বলেন, “ট্রেন দুর্ঘটনার সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাঁরা এঁদের কাছে কৈফিয়ত চান। সত্য সামনে আসুক। কেন দুর্ঘটনা হল? কেন এতজন মারা গেলেন?” বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু পুরসভায় হানা দিয়েছে সিবিআই। সে প্রসঙ্গেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, “দুর্ঘটনার তদন্ত হল না। সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। রাজ্যের ১৪-১৬টি পুরসভায় ঢুকিয়ে দিয়েছে।